প্রতিবেদক: তারফদার মামুন
দৈনিক খোলা কাগজে জেলার স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেলেন সাংবাদিক এহসান বিন মুজাহির
মৌলভীবাজার প্রতিনিধি: দেশের প্রথম সারির অন্যতম জাতীয় দৈনিক খোলা কাগজ-এ পদোন্নতি পেয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং পত্রিকাটির মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)। কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে মৌলভীবাজার জেলার স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি দিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ। দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে এ পদোন্নতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি
২০২৬ থেকে এ পদোন্নতি কার্যকর হবে। খুব অল্প সময়ের মধ্যেই পেশাগত দক্ষতা, অনুসন্ধানী সাংবাদিকতা ও ধারাবাহিক কর্মতৎপরতার মাধ্যমে কর্তৃপক্ষের আস্থা অর্জন করেন লেখক-কলামিস্ট এহসান বিন মুজাহির। তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি খোলা কাগজে শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং একই বছরের ২১ মার্চ প্রথম পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এক বছরের কর্মজীবনে তাঁর অনুসন্ধানী প্রতিবেদনগুলো জাতীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন—গত এক বছরে তাঁর ৩৭টি অনুসন্ধানী প্রতিবেদন, ২৬টি বিশেষ প্রতিবেদন, প্রকৃতি-পরিবেশসহ ২২০টি ফিচার, ১৮টি কৃষি বিষয়ক ফিচার এবং ১৪০টি কারেন্ট নিউজ খোলা কাগজ-এর প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে। মোট ৪৪১টি সংবাদ প্রিন্ট সংস্করণে ছাপা হয়েছে বলে তিনি জানান। তাঁর একাধিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত কমিটি গঠন, শোকজ নোটিশ প্রদান ও জরিমানা আরোপসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে—যা সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে বলে মনে করছেন সচেতন মহল। তবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাঁকে নানা প্রতিবন্ধকতা, বিব্রতকর পরিস্থিতি এবং তথ্য অধিকার আইনে আবেদন করতে গিয়ে ব্যক্তিগত অর্থ ব্যয়ের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এ প্রতিকূলতার মধ্যেও খোলা কাগজ কর্তৃপক্ষ সবসময় তাঁর পাশে থেকেছে বলে তিনি উল্লেখ করেন। পদোন্নতির প্রতিক্রিয়ায় মো. এহসানুল হক খোলা কাগজ সম্পাদক মহোদয় ও পুরো খোলা কাগজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, বার্তা সম্পাদক সফিকুল ইসলাম সবুজ, মফস্বল সম্পাদক নুরা রোকসানা সুমি, অনলাইন ইনচার্জ আব্দুল্লাহ আল জাহিদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান। উল্লেখ্য, এহসান বিন মুজাহির একজন নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিক। অনিয়ম-দুর্নীতি ও অপরাধচক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি একাধিকবার হুমকি ও হামলার শিকার হয়েছেন। সর্বশেষ গত ২১ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয় বলে জানা যায়। তিনি একাধারে সাংবাদিক, লেখক-কলামিস্ট ও শিক্ষক। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় দৈনিকসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত কলাম ও ফিচার লিখছেন। পাশাপাশি তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল, আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল এবং ইসলামিক স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেছেন। শিক্ষাক্ষেত্রেও তিনি সক্রিয়—শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর মৌলভীবাজার জেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

