প্রতিবেদক: MA Muhit
মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া বোমা বিস্ফোরণে একজন নিহত।
রাজধানীর মগবাজার এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে একটি ক্রুড বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি নিচে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন এক যুবক। পরে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করছে পুল
িশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছে। রামনা থানার এক কর্মকর্তা জানান, এটি পরিকল্পিত নাশকতা কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

