প্রতিবেদক: তারফদার মামুন
খালেদা জিয়ার জানাজায় কত মানুষ? অনুসন্ধানে মিললো বিপুল জনসমাগম
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ও নজিরবিহীন জনসমাগমের সাক্ষী হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর জানাজা। গত বুধবার ঢাকায় অনুষ্ঠিত এই জানাজায় রাজধানীর বিভিন্ন এলাকায় লাখো মানুষের ঢল নামে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কারওয়ান বাজার, আগারগাঁও থেকে শুরু করে ধানমন্ডি পর্যন্ত বিস্তৃত এলাকায় কাতারবদ্ধ হয়ে মানুষ জানাজায় অংশ নেন। তবে এই বিশাল জনসমাগমের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ না করায় অনুসন্ধ
ান চালায় অনুসন্ধানী প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। তাদের বিশ্লেষণ অনুযায়ী, জানাজায় অংশগ্রহণকারীদের উপস্থিতি থাকা সড়কগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ১৩ দশমিক ০৪ কিলোমিটার। এসব সড়কের গড় প্রস্থ অনুযায়ী মোট ব্যবহৃত এলাকার আয়তন দাঁড়ায় আনুমানিক ৩ লাখ ১২ হাজার ৯৬০ বর্গমিটার। জনসমাগমের ঘনত্ব বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আমিনুল হকের মতে, অনেক স্থানে প্রতি বর্গমিটারে ৬ থেকে ৮ জন মানুষ অবস্থান করছিলেন। অন্যদিকে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দুটি মাঠের মোট আয়তন প্রায় ৮৭ হাজার ৬৩৬ বর্গমিটার। সেখানে গড়ে প্রতি বর্গমিটারে ৬ জন ধরে হিসাব করলে মাঠ এলাকায় প্রায় ৫ লাখ ২৫ হাজার মানুষ জানাজায় অংশ নেন বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে মাঠ ও সড়ক মিলিয়ে প্রায় ৪ লাখ বর্গমিটার এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। এই হিসাবে প্রতি বর্গমিটারে ৪ জন ধরলে উপস্থিতি প্রায় ১৬ লাখ প্রতি বর্গমিটারে ৬ জন ধরলে প্রায় ২৪ লাখ আর সর্বোচ্চ ঘনত্বে (৮ জন) ধরলে প্রায় ৩২ লাখ মানুষের উপস্থিতির হিসাব পাওয়া যায় এ হিসাবের বাইরে মেট্রো স্টেশন, বাড়ির ছাদ ও আশপাশের সড়কে দাঁড়িয়ে জানাজায় শরিক হওয়া মানুষের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। সব দিক বিবেচনায় বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার জানাজা সাম্প্রতিক সময়ের বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক জনসমাগমগুলোর একটি হয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে।

