প্রতিবেদক: তারফদার মামুন
কালিয়াকৈরে উলামা পরিষদের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. সুলতান মাহমুদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সর্বস্তরের উলামা পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কর্তৃক গাজীপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সফল মেয়র জনাব মুজিবুর রহমান। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে চন্দ্রা মসজিদ প্রাঙ্গণে গাজীপুর-১ আসনের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয়। উলামা পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেত
াকর্মীরা এতে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মোহাম্মদ এমদাদুল হক। সঞ্চালনা করেন উলামা পরিষদের দপ্তর সম্পাদক মুফতি নুর মোহাম্মদ। বক্তব্য দেন পরিষদের সভাপতি আলহাজ্ব মুফতি ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা নুরুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আজিজ। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের উলামা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আমজাদ হোসেন; সাবেক কাউন্সিলর ৫নং ওয়ার্ড মো. বেলায়েত হোসেন বেলাল; সাবেক সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড বিএনপি এবং সাবেক যুগ্ম সম্পাদক হাজী মোঃ শফিকুল ইসলাম (চান মিয়া)। কালিয়াকৈর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাদের মধ্যে ছিলেন— যুবদল: মো. ফারুক হোসেন, মো. সাইদুর রহমান (সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড), মো. নাজমুল সরকার (সাংগঠনিক সম্পাদক), মো. জহিরুল ইসলাম (সদস্য), মো. শওকত হোসেন (সহ-সভাপতি), লিটন (সিনিয়র সহ-সভাপতি), আরিফ হোসেন (যুগ্ম সম্পাদক, স্বেচ্ছাসেবক দল), তাইজুল (সহ-সভাপতি), মো. জহিরুল ইসলাম (সহ-সভাপতি), মো. বাদশা মিয়া (সেক্রেটারি, ৬নং ওয়ার্ড)। স্বেচ্ছাসেবক দল: মো. খোরশেদ আলম (জেলা), মো. সোহাগ হোসেন (সদস্য সচিব, ৫নং ওয়ার্ড)। ছাত্রদল: সারোয়ার হোসেন রিদয় (যুগ্ম আহ্বায়ক), সবুজ (৬নং ওয়ার্ড), জিহাদ (সিনিয়র সহ-সভাপতি, ৫নং ওয়ার্ড), রিফাত (সহ-সাংগঠনিক সম্পাদক), ফাহাদ (যুগ্ম সম্পাদক), মো. রাজিব হোসেন (কালিয়াকৈর কলেজ), সাহেদ, সিফাত, আল-আমিন, রেদোয়ান, সিয়ামসহ আরও অনেকে। সভায় বক্তারা দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং আসন্ন জাতীয় নির্বাচনে শুভ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে সাবেক মেয়র মুজিবুর রহমানসহ সকল নেতা-কর্মীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়। উলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন, “সমাজ ও রাষ্ট্রের শান্তিপূর্ণ উন্নয়নে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” অতঃপর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

