প্রতিবেদক: তারফদার মামুন
ঢাকায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনাসভা
৭৭তম বিশ্ব মানবাধিকার দিবসে কূটনীতিক–বিশেষজ্ঞদের আহ্বান ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার মূল্যবোধ, আঞ্চলিক সহযোগিতা এবং সাম্যভিত্তিক সমাজ বিনির্মাণে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। তিনি বলেন— “মানবাধিকার কোনো জাতির একার স্লোগান নয়; এটি সমগ্র মানবজাতির নিরাপত্তা ও মর্যাদার সন
দ।” তিনি মানবাধিকার রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক নৈতিকতা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার ওপর জোর দেন। আন্তর্জাতিক কূটনীতিকদের অংশগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবু নাসের ইলিয়াস। তিনি বলেন— “মানবাধিকার রক্ষা না হলে রাষ্ট্রের নিরাপত্তা কখনোই টেকসই হয় না। মানবাধিকারই শান্তির ভিত্তি।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হাজি হারিস বিন ওসমান, ঢাকায় নিযুক্ত ব্রুনাই হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি, ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার তারা দক্ষিণ এশিয়ায় মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও আঞ্চলিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। মানবাধিকার অঙ্গনে নৈতিকতার শক্তি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী বলেন— “ মানবাধিকার রক্ষায় আইন প্রয়োজন, কিন্তু মানবতা ছাড়া আইনও তার শক্তি হারায়।” তিনি শিক্ষা, গবেষণা, যুবসমাজ ও নাগরিক সমাজকে মানবাধিকার আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানান। আরো বক্তব্য দেন সভায় আরও বক্তব্য দেন— ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. বাসীদুল ইসলাম উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম মেজর (অব.) জাহিদ হাসান কেন্দ্রীয় পরিচালক মইনুল ইসলাম মারুফ পাঠোয়ারী সাউথ কোরিয়ার আনারারি কনসাল জেনারেল সুলাইমান আলম শেঠ কেন্দ্রীয় সমন্বয়কারী মো. ইকবাল হোসেন বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা যেমন জরুরি, তেমনি প্রয়োজন জনগণের সচেতনতা ও রাষ্ট্রের দায়িত্বশীল অবস্থান। “যে সমাজ অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকে, সেই সমাজ মানবিক শক্তি হারাতে থাকে।” মানবাধিকার সংস্থা সম্পর্কে অনুপ্রেরণামূলক অকৃতি “মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিটি প্রতিবাদই মানবতার জয়।” “আইন ন্যায়বিচার আনতে পারে, কিন্তু সমাজকে মানবিক করে তোলে সচেতনতা ও নৈতিকতা।” “মানুষের মর্যাদা রক্ষা করা—এটাই সভ্যতার আসল চিহ্ন।” “ মানবাধিকার কোনো সুযোগ নয়, জন্মগত অধিকার।” অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আজীবন সদস্যরা এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

