প্রতিবেদক: তারফদার মামুন
শ্রীমঙ্গলে শ্রমিক দলের আনন্দ মিছিল ও পথসভা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান– এর আজ বৃহস্পতিবার বাংলাদেশে আগমন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডে অবস্থিত উপজেলা শ্রমিক দলের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে রেলস্টেশন এলাকায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দল
ের সভাপতি মোহাম্মদ আলী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন, সহসভাপতি জামান মির্ধা, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আবু, প্রচার সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম হাসানসহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তাঁরা শ্রমিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। আনন্দ মিছিল ও পথসভায় শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

