প্রতিবেদক: তারফদার মামুন
মৌলভীবাজার শ্রীমঙ্গলে নিজ বাড়িতে ফিরলেন জাতীয় দলের ফুটবলার শমিত সোম
মৌলভীবাজার শ্রীমঙ্গলে নিজ বাড়িতে ফিরলেন জাতীয় দলের ফুটবলার শমিত সোম উত্তরসুরে স্বাগতমে আনন্দের জোয়ার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উদীয়মান তারকা শমিত সোম একদিনের জন্য নিজ বাড়ি শ্রীমঙ্গলে ফিরেছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে ফ্লাইটে সিলেট, সেখান থেকে বাফুফে প্রদত্ত গাড়িতে করে তিনি শ্রীমঙ্গলের উত্তরসুরের বাড়িতে পৌঁছান। তার আগমনে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আত্মীয়-পরিজন, প্রতিবেশী ও স্থানীয় সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সবাই প্রিয় এই ফুটবলারকে ঘিরে গর্ব ও আনন্দে
ভরপুর। সম্প্রতি দেশের হয়ে ভারতের বিপক্ষে জয়ের প্রতিশ্রুতি রক্ষা করে মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখান বাংলাদেশি–কানাডিয়ান এই ফুটবলার। দেশের জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবারসহ পুরো এলাকার মানুষের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। শমিত সোমকে ঘিরে এই আনন্দঘন মুহূর্ত শ্রীমঙ্গলের মানুষদের হৃদয়ে এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে।

