প্রতিবেদক: তারফদার মামুন
ঝোপ পরিষ্কারের সময় উদ্ধার হলো ১২ ফুট দীর্ঘ অজগর
ঝোপ পরিষ্কারের সময় উদ্ধার হলো ১২ ফুট দীর্ঘ অজগর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে একটি বিশাল অজগর সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে শ্রমিকরা একটি দেয়ালের ওপর বিশ্রামরত সাপটি দেখতে পান। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর তারা স্থানীয়দের সহায়তা নেন। খবর পেয়ে অধ্যক্ষ অশীত কুমার পাল ও অনিক দেব দ্রুত বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী র
াজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। পরে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উদ্ধার কার্যক্রম শেষে স্বপন দেব সজল জানান, “সাপটি পুরোপুরি সুস্থ ছিল। আমরা এটি নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। সাধারণত বন্যপ্রাণী মানুষের ক্ষতি করে না, তাই আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট সংস্থাকে জানানোই বুদ্ধিমানের কাজ।” পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, “উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৮ থেকে ২০ কেজি। এ ধরনের সাপ এই এলাকায় খুব কমই দেখা যায়। আমরা নিশ্চিত করেছি, যাতে মানুষ ও প্রাণী উভয়ের নিরাপত্তা বজায় থাকে।” ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা অলক পাল জানান, “এত বড় অজগর আগে কখনো দেখিনি। সবাই খুব ভয় পেয়েছিলাম, তবে ফাউন্ডেশনের দল দ্রুত এসে সাপটি উদ্ধার করায় আমরা স্বস্তি পাই।” পরবর্তীতে উদ্ধার করা অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা এলাকাবাসীকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সংশিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছেন, যাতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা সম্ভব হয়।

