প্রতিবেদক: তারফদার মামুন
মহান বিজয় দিবসে শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা
১৬ ডিসেম্বর —বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের এই দিনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটির সূচনায় সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও গণকবরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। লাল-সবুজের চেতনায় উজ্জীবিত হয়ে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। জেলা পুলিশের পক্ষে শহিদ মিনার ও
গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিবিআই (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ জাফর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও মানুষের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জেলা পুলিশের সদস্যরা। বিজয়ের এই দিনে বীর শহিদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মৌলভীবাজার জেলা পুলিশ।

