প্রতিবেদক: তারফদার মামুন
কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে নিসচার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান-এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিসচার নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও পরিচিতি হয় এবং সড়ক নিরাপত্তা ও স্থানীয় অবকাঠামো উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়। মতবিনিময়কালে নিসচা নেতৃবৃন্দ কমলগঞ্জ উপজেলার বিভি
ন্ন এলাকার ভাঙাচোরা সড়ক দ্রুত মেরামত, ঝুঁকিপূর্ণ স্থানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানান। নবাগত ইউএনও মনোযোগসহকারে প্রস্তাবগুলো শোনেন এবং নিসচার কার্যক্রমের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের একপর্যায়ে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ইউএনও কে ‘নিরাপদ নিউজ’ নামের একটি ম্যাগাজিন উপহার দেওয়া হয়। পরে ইউএনও মহোদয় উপস্থিত অতিথিদের আপ্যায়ন করেন। এ সময় উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, সহসভাপতি বকুল আহমদ, সম্মানিত দায়িত্বশীলদের মধ্যে ডা. এস কে নাহিদ, সাংবাদিক শামিম আহমদ, খান মোহাম্মদ হোসাইন, দেলোয়ার হোসেন, এবাদুর রহমান, সিকান্দর আলী, সাঈদ আহমদ, রিপন মিয়া, আমজাদ হোসেন, রাজন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে সড়ক নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন ও নাগরিক উদ্যোগের যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

