প্রতিবেদক: MA Muhit
হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলো মার্কিন দূতাবাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় মার্কিন দূতাবাস জানায়, হাদির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়। শোকবার্তায় আরও বলা হয়, শান্তিপূর্ণ মতপ্রকাশ, রাজনৈতিক অংশগ্রহণ এবং নাগরিক নিরাপত্তা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক ভিত্তি। এ ধরনের দুঃখজনক ঘটনায় সহিংসতা পরিহার এবং আইনের শাসন বজায় রাখার ওপর গু
রুত্বারোপ করা হয়। উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে শোক ও আলোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠন ও আন্তর্জাতিক মহল।

