প্রতিবেদক: তারফদার মামুন
শেষ মুহূর্তে অনুমতি বাতিল: টঙ্গীর তাবলীগ মাজমা ঘিরে সরকারের সিদ্ধান্তে গভীর প্রশ্ন ও ক্ষোভ
নিউজ ডেস্ক: আগামী ২–৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি তাবলীগ জামাতের (শুরায়ি নেজাম) উদ্যোগে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিতব্য পূর্বনির্ধারিত তিন দিনের খুরুজের জোড় অনুষ্ঠান হঠাৎ নিষিদ্ধ করার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে দুঃখজনক ও হঠকারী বলে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা। পূর্বে অনুমতি প্রদান করে শেষ মুহূর্তে নির্বাচনের দোহাই দিয়ে এই ধর্মীয় জমায়েত বাতিল করায় জনমনে তীব্র প্রশ্ন ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সাদপন্থি অনুসারী একটি গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আগে অনুমতি দেওয়া হলেও এখন
তা বাতিল করা হয়েছে। অথচ জাতীয় নির্বাচন এখনো দেড় মাস দূরে। এই প্রেক্ষাপটে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় আয়োজন নিষিদ্ধ করার যৌক্তিকতা নিয়ে তাবলীগ জামাতের সাথী ও সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। একপেশে নির্দেশনার মাধ্যমে সরকার কাদের স্বার্থ বা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়—এ প্রশ্নও ঘুরপাক খাচ্ছে জনমনে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের পাশাপাশি হাজার হাজার বিদেশি মুসল্লি ভিসা ও টিকিট নিশ্চিত করে বাংলাদেশে আসতে শুরু করেছেন। এমন অবস্থায় হঠাৎ নিষেধাজ্ঞা শুধু আয়োজকদের নয়, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম ও ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে অনুমতিপ্রাপ্ত এই মাজমার ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে। তাদের মতে, ষড়যন্ত্রমূলক কানকথা বা চাপের কাছে নতি স্বীকার না করে সরকারকে দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে—যাতে অরাজনৈতিক ধর্মীয় কর্মকাণ্ড নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও ক্ষোভের অবসান ঘটে।

