প্রতিবেদক: তারফদার মামুন
এই দেশ ও দেশের মাটিই আমার সব—এই দেশ ছেড়ে যাওয়ার আর কোনো জায়গা নেই” : খালেদা জিয়া
নিউজ ডেস্ক: এক দেশপ্রেমিকের নীরব প্রস্থান এই দেশই ছিল তাঁর ঠিকানা— এখানেই বাঁচবেন, না হলে এখানেই মরবেন—এই অঙ্গীকারেই বাঁধা ছিল তাঁর জীবন। মহাকালের এক মহাকাব্যিক, আপোষহীন সংগ্রামী অধ্যায়ের আজ পরিসমাপ্তি ঘটল। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বে দ্বিতীয়; বিএনপির চেয়ারপার্সন এবং স্বাধীনতা–পরবর্তী রাজনীতির এক অনিবার্য অধ্যায়—খালেদা জিয়া। আন্দোলন–সংগ্রামের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে তিনি ছিলেন দৃঢ়, সাহসী ও আপসহীন এক দেশনেত্রী। তিনি স্পষ্ট করে বলেছিলেন—দেশের বাইরে তাঁর কোনো ঠিকানা
নেই। এই দেশ, এই মাটি, এই মানুষই তাঁর সবকিছু। দেশের বাইরে যাবেন না; মৃত্যুও হলে হবে এই দেশের মাটিতেই। আজ আল্লাহ তাঁর সেই কথাই কবুল করলেন। যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলেন, সেই দেশের বুকে থেকেই তিনি বিদায় নিলেন। দেশপ্রেম, সাহসিকতা, সংগ্রাম এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন অবস্থান—এই উত্তরাধিকার জাতির স্মৃতিতে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। এই শোক কোনো একক দলের নয়; এই শোক পুরো জাতির। তাঁর শূন্যতা অপূরণীয়। আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান করে দিন।

