প্রতিবেদক: MA Muhit
হুমকি-ধমকির অভিযোগ হাসনাত আব্দুল্লাহর: ‘মেরে ফেলবে বলে ভয় দেখানো হচ্ছে’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, প্রতিদিনই তিনি হুমকি-ধমকির শিকার হচ্ছেন। এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে আধিপত্যবাদবিরোধী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি শেষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “একটি পক্ষ ক্ষমতায় যাওয়ার আগেই ভোটারদের ভয়ভীতি দেখ
ানো শুরু করেছে। ক্ষমতায় গেলে তাদের আসল চেহারা বের হয়ে আসবে।” ক্ষমতা প্রসঙ্গে তিনি আরও বলেন, “ক্ষমতা না থাকলে তারা বিনয়ী থাকে, আর ক্ষমতা পেলে বেপরোয়া হয়ে যায়। তারা প্রকৃত ভালো মানুষ নয়।” আগামী নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, “এই নির্বাচন হবে টেন্ডারবাজ, মামলাবাজ ও চাঁদাবাজদের রাজনীতি থেকে বের হয়ে আসার নির্বাচন। আমি কোনো টেন্ডারবাজ কিংবা চাঁদাবাজের ওপর নির্ভর করে নির্বাচন করতে চাই না।” উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

