প্রতিবেদক: MA Muhit
মনোহরদী-বেলাব আসনে জামায়াত প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগে উত্তেজনা
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমের বেশ কয়েকটি নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত মনোহরদী বাসস্ট্যান্ড টু হাতিরদিয়া রোডের মাঝিবাড়ি এলাকার ব্যানারগুলো অবিন্যস্তভাবে কেটে-ছেঁড়ে নষ্ট করা হয়। পাশাপাশি উপজেলার আরও কয়েকটি স্থানে ব্যানার-বিলবোর্ড ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও জানা যায়। এ ঘটনায় এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে
“পরিকল্পিত নাশকতা” বলে দাবি করছেন। মনোহরদী উপজেলা (উত্তর) জামায়াতের সেক্রেটারি মাওলানা মনিরউদ্দিন আল আজহারী বলেন, “নির্বাচনের আগে এ ধরনের ঘটনা মোটেও শুভ লক্ষণ নয়। এটি এলাকার শান্ত পরিবেশ নষ্ট করার অপচেষ্টা।” মনোহরদী পৌরসভা যুব বিভাগের সভাপতি দেলোয়ার হোসেন জানান, “এটা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের নজর দেওয়া জরুরি।” স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন বলেন, “আমরা শান্তিতে ভোট দিতে চাই। কিন্তু বারবার ব্যানার ছিঁড়ে ফেলা খুবই দুঃখজনক।” কলেজ শিক্ষার্থী জাহিদ হাসান শিপন বলেন, “নির্বাচনে প্রতিযোগিতা হয় কাজের মাধ্যমে, ব্যানার ছিঁড়ে নয়। যারা করেছে তারা কাপুরুষতার পরিচয় দিয়েছে।” নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করেন, “বিভিন্ন দলের ব্যানার থাকলেও শুধু জাহাঙ্গীর সাহেবের ব্যানারই নষ্ট করা হচ্ছে। এর পেছনে উদ্দেশ্য স্পষ্ট।” এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “এই কাজ সম্পূর্ণ কাপুরুষোচিত। জনগণের ভালোবাসায় আমরা মাঠে আছি। ব্যানার ছিঁড়ে আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না ইনশা আল্লাহ।”

