প্রতিবেদক: MA Muhit
রাঙ্গামাটিতে ডেভিল হান্ট-2 অভিযান: সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ কর্মী গ্রেফতার।
মোঃ কামরুল ইসলাম রাঙ্গামাটি পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে চলমান বিশেষ অভিযান ডেভিল হান্ট-এ বড় ধরনের সাফল্য পেয়েছে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ। আজ সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) ভোররাতে পরিচালিত এক অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অভিযুক্ত একজন সক্রিয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আশিকুল ইসলাম সোহান (৩২)। তিনি রাঙ্গামাটি জেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার বাড়ি কোতয়ালী থানাধীন ফরেস্ট কলোনী মা
স্টার বাড়ী, উত্তর পাড়া এলাকায়। পুলিশ জানায়, আশিকুল ইসলাম সোহান কোতয়ালী থানার মামলা নং-০২, তারিখ-০৯/০২/২০২৫ খ্রি. এর এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬ (১) ধারায় মামলা রয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসারগণ, কিলো-১ নৈশ অফিসার এবং ফোর্সের সম্মিলিত সহায়তায় এই বিশেষ অভিযান ডেভিল হান্ট পরিচালিত হয়। আজ ভোর আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটে আসামীর নিজ বসতবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়ে পুলিশ জানায়, মোঃ আশিকুল ইসলাম সোহানকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধ দমনে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান (ডেভিল হান্ট' সহ অন্যান্য) ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

