প্রতিবেদক: তারফদার মামুন
দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট শেষে বিজয়ী দলের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস—এ নিয়ে জনমনে নানা আলোচনা থাকলেও, দায়িত্ব ছাড়ার পর তিনি কী করবেন তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিনী আকিয়ে আবের সঙ্গে এক বৈঠকে নিজের নির্বাচন-পরবর্তী পরিকল্পনার কথা তুলে ধরেন ড. ইউনূস। রোববার (১১ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক চলাকালে আকিয়ে আবে ড
. ইউনূসের কাছে নির্বাচন-পরবর্তী সময়ের কর্মপরিকল্পনা জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা জানান, তিনি মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিয়ে কাজ করবেন। প্রথমত, দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়াতে ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে কাজ করবেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্যসেবা বিষয়ে সহজে খোঁজখবর রাখতে পারেন—সে ধরনের উদ্যোগ গ্রহণ করবেন তিনি। দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির যে ধারাবাহিক উদ্যোগ তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন, তা আরও বিস্তৃত ও সক্রিয়ভাবে অব্যাহত রাখবেন। তৃতীয়ত, ‘থ্রি জিরো’ (Three Zero) ধারণা বাস্তবায়নের যে কার্যক্রম পরিচালনা করছেন, সেটিও চালিয়ে যাবেন বলে জানান প্রধান উপদেষ্টা। উপ-প্রেস সচিব আরও জানান, প্রয়াত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও আন্তরিক। বৈঠকে প্রধান উপদেষ্টা সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা স্মৃতিও স্মরণ করেন। এদিকে বৈঠক প্রসঙ্গে ড. ইউনূস জানান, নির্বাচন শেষ হওয়ার পর মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। ওশিয়ান রিসার্চ নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের একটি কনফারেন্সে অংশ নেওয়ার পাশাপাশি—বাংলাদেশের সঙ্গে কীভাবে এ গবেষণা ও সহযোগিতা আরও বাড়ানো যায় তা নিয়েও আলোচনা করবেন তিনি।

