প্রতিবেদক: MA Muhit
জীবনের উপলব্ধি..
লেখাটি পাঠিয়েছেন মৌলভীবাজার থেকে জীবনের উপলব্ধি ✍️ এম এ মুহিত নীলাচল পাহাড় ডিঙিয়ে আমি বুঝেছি— সবচেয়ে কঠিন পথ হলো মানুষের মন বোঝা। দূর আকাশের মেঘ হয়তো ছোঁয়া যায়, কিন্তু একেকটি হৃদয়ের গভীরতা রয়ে যায় অজানায়। আজকাল মানুষ হাসে, কথা বলে, কাছে আসে— কিন্তু ভেতরে লুকিয়ে রাখে স্বার্থের হিসাব। সহানুভূতির জায়গা দখল করে নিয়েছে স্বার্থপরতা। যেন জীবনের প্রতিটি সম্পর্কই এক অদৃশ্য প্রতিযোগিতা। তবু, সব মানুষ এক নয়। কখনও কেউ আসে— নিঃস্বার্থ স্পর্শে মনকে ভিজিয়ে দেয়। তখ
ন মনে হয়, পৃথিবীটা এখনো পুরোটা পাথর হয়ে যায়নি। কোথাও না কোথাও রয়ে গেছে একটু নরম মাটি, যেখানে অনুভূতি বেঁচে আছে, ভালোবাসা এখনো জন্ম নেয়। জীবনের উপলব্ধি এই— পাহাড় ডিঙানো যতটা কঠিন, মানুষের মন বোঝা তার চেয়েও বেশি কঠিন। তবু বিশ্বাস রাখতে হয়, কারণ সেই বিশ্বাসই মানুষকে বাঁচিয়ে রাখে।

