প্রতিবেদক: তারফদার মামুন
মৌলভীবাজারে ৪টি আসনে ২৬ বৈধ প্রার্থী, ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
মৌলভীবাজার প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে ৩১ জন প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, বিভিন্ন ত্রুটির কারণে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল পর্যায়ক্রমে চারটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই–বাছাই করেন। এ সময় সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের কর্মী–সমর্থকরা উপস্থিত ছিলেন। জা
না গেছে, মৌলভীবাজার জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং হিজড়া ভোটার ৮ জন। মৌলভীবাজার-১ (বড়লেখা) এ আসনে মনোনয়ন দাখিল করা ৭ জন প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। মৌলভীবাজার-২ (কুলাউড়া) এ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল করা হয়। বাকি ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার–রাজনগর) এই আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। অপর ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) এ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অবশিষ্ট ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই–বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা পরবর্তী নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন। বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

