প্রতিবেদক: তারফদার মামুন
আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন নিয়ে বিচারপতিদের দায়ী করলেন আসিফ নজরুল
জাগ্রত বার্তা প্রতিবেদক: আওয়ামী লীগের আমলের কিছু সন্ত্রাসী জামিনে মুক্তি পাচ্ছে—এ নিয়ে বিচারপতিদের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, এসব ঘটনায় প্রধান বিচারপতিরও দায়িত্ব ছিল; প্রয়োজন হলে তিনি সংশ্লিষ্ট বিচারপতিদের অপসারণ করতে পারতেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপটির বিষয় ছিল—রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা। ড. আসিফ নজরুল বলেন, “আওয়ামী লীগের আমলে প্রধান বিচারপতির বির
ুদ্ধে আমরা সমালোচনা করেছি। এখন কেন তাকে নিয়ে কথা বলেন না?”—এই প্রশ্নও রাখেন তিনি। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, জামিনসহ বিচারিক প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের দায় শুধু বিচারব্যবস্থার নিচের স্তরে সীমাবদ্ধ নয়; বরং শীর্ষ পর্যায়েও এর জবাবদিহিতা থাকা দরকার।

