প্রতিবেদক: তারফদার মামুন
কুলাউড়ায় সড়কের ওপর ধান রাখার নিস্ফল অবহেলায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাস্তায় ফসল শুকানোর অনিয়ম দৃষ্টান্ত স্থাপন করল এক মর্মান্তিক দুর্ঘটনার মাধ্যমে। গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই চাচাতো ভাই—ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) এবং জালাল আহমদ (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলযোগে বটতলা বাজারের দিকে যাচ্ছিলেন দুজন। এসময় তালতলা এলাকায় সড়কের ওপর জমির সদ্য কাটা ধান স্তূপ করে রাখা হয়, যা তাঁদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণ
হয়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি টমটমের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতরা দুজনই তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা। তাঁদের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান আহমদ বলেন, “এভাবে দুইজন কর্মঠ মানুষের চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। গ্রামজুড়ে শোকের মাতম চলছে।” কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা দুইজন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—সড়কে অবাধে ফসল শুকানো বা মালামাল রাখা কতটা প্রাণঘাতী হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন এ বিষয়ে সচেতনতা ও কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথা স্থানীয়রা জোরালোভাবে তুলে ধরেছেন।

