প্রতিবেদক: তারফদার মামুন
হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে মৌলভীবাজারে “মার্চ ফর ইনসাফ” কর্মসূচি পালন
মৌলভীবাজার প্রতিনিধি: হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারসহ চার দফা দাবিতে মৌলভীবাজারে “মার্চ ফর ইনসাফ” কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (আজ) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, ছাত্র ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, নিষ্পাপ হাদি হত্যা
কাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এখনো প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও অবহেলা চলতে থাকলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে এবং সমাজে অপরাধের প্রবণতা বাড়বে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে হাদি হত্যার বিচার নিশ্চিত না করা হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হবে। কর্মসূচি থেকে উত্থাপিত চার দফা দাবি হলো— ১) হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। ২) ঘটনায় জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান। ৩) ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা। ৪) ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়। আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

